
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার স্বরূপপুর এলাকায় পারিবারিক কলহের জেরে আনছের আলী নামে বৃদ্ধ দাদাকে পিঁড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে নাতি মফিজুল।
১৮ ডিসেম্বর, সোমবার নিহতের মেয়ে নুরবানু বাদী হয়ে কালিহাতী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত আনছের আলী স্বরূপপুর এলাকার মৃত নালু শেখের ছেলে। এ ঘটনার পর থেকে তার ছেলে ফারুক মিয়া ও নাতি মফিজুল মিয়া পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় আনছের আলীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার ছেলে ও নাতির ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে নাতি মফিজুল মিয়া পিঁড়ি দিয়ে দাদা আনছের আলীর মাথায় আঘাত করে। আঘাতে তার মাথা থেঁতলে যায়।
পরে পরিবারের লোকজন তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আনছের আলীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, নিহতের মেয়ে নুরবানু বাদী হয়ে নাতি মফিজুল মিয়াকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
বিবার্তা/ইমরুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]