শিরোনাম
কর্ণফুলীতে সার বোঝাই জাহাজ ডুবি, নিখোঁজ ১
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ১৪:৪২
কর্ণফুলীতে সার বোঝাই জাহাজ ডুবি, নিখোঁজ ১
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে সার বহনকারী এমভি মাকসুদা-২ নামে একটি লাইটার জাহাজ ডুবির ঘটনায় একজন নিখোঁজ আছেন।


নিখোঁজ ব্যক্তির নাম আজবজুর রহমান (৩৫)। তিনি জাহাজ মালিকপক্ষের স্কট বলে জানান। বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার মধ্যঘাগড়া।


বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে আমদানি করা সার নিয়ে লাইটার জাহাজটি বন্দর চ্যানেল দিয়ে এসে কোস্টগার্ডের কার্যালয়ের কাছে নোঙরের সময় ডুবে যায়।


১১ ডিসেম্বর, সোমবার সকালে চট্টগ্রাম সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব কান্তি নাথ বলেন, ‘গতকাল রাতে সদরঘাটের কর্ণফুলী ঘাটের বিপরীতে নদীর দক্ষিণ তীরে সার বহনকারী এমভি মাকসুদা-২ জাহাজটি ডুবে যায়।’


তিনি জানান, জাহাজের ১২ ক্রু সাঁতরে নৌকা ও তীরের কাছাকাছি পৌঁছতে পারলেও জাহাজে থাকা আমদানি পণ্যের এক ব্যক্তিগত প্রহরীকে খুঁজে পাওয়া যায়নি।


বিবার্তা/জাহেদ/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com