শিরোনাম
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ঝিনাইদহে বিএনপি’র মানববন্ধন
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ১৬:১৭
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ঝিনাইদহে বিএনপি’র মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


১০ ডিসেম্বর, রবিবার সকালে জেলা বিএনপি’র আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে লিফলেট, ব্যানার ,ফেস্টুন নিয়ে হামলা মামলার শিকার নেতাকর্মী, পরিবারের স্বজনরা ও বিভিন্ন নেতৃবৃন্দ অংশ নেয়। এতে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, জেলা বিএনপি’র উপদেষ্টা ও আইনজীবী সমিতির সভাপতি এড. রবিউল ইসলাম ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. জাকারিয়া মিলনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করে মানুষের ভোটের অধিকার হরণ করছে। সারাদেশে অন্যায় ভাবে বিএনপি’র নেতাকর্মীদের গণ গ্রেফতার করে মানবাধিকার লঙ্ঘন করছে। সকল নেতাকর্মীদের কারামুক্ত করার দাবিও জানান তারা।


বিবার্তা/রায়হান/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com