
ইসলামপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর, শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানুর রহমান, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সুমন তালুকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, ডা: এএএম আবু তাহের, সাংবাদিক ওসমান হারুনীসহ অনেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের এফডিসি প্রকল্পের চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর সিআরএফ জয়িতা জাফরিন।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জয়িতারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সফল নারী জয়িতাদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বিবার্তা/ওসমান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]