
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে মিনি ট্রাকের ধাক্কায় মো. আবু তাহের (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
৩ ডিসেম্বর, রবিবার রাত ৮টার দিকে কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া সাতঘর পাড়া এলাকার প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
আবু তাহের উক্ত এলাকার বাসিন্দা মৃত আব্দুল করিমের ছেলে। তার পূর্ববাড়ী ধলঘাটা ইউনিয়নের সরাইতলী এলাকায়।
স্থানীয় ইউপি সদস্য আব্দু সালাম জানান - দ্রুতগামী একটি মিনি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান৷
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী। তিনি জানান- কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়ায় মিনিট্রাকের ধাক্কায় একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]