
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে মো. রোজিম আলি (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
রোজিম আলি গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নিমঈল এলাকার আবুল কালামের ছেলে।
উপজেলার রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান জানান, রাতে রোজিমসহ ৫-৬ জন গরু আনতে ভারতে যান। এ সময় ভারতের ভবানীপুর সীমান্তের বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রোজিম গুলিবিদ্ধ হয়ে মারা যান।
নওগাঁ-১৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক বলেন, মৃত্যুর বিষয়ে বিএসিএফ কোনো তথ্য না দিলেও মালদা বিএসএফের ভবানীপুর ক্যাম্পের অধিনায়ক গোলাগুলির বিষয়টি স্বীকার করেন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]