শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যা
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ১৭:৩১
ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মায়ের সঙ্গে অভিমান করে বিষ পান করে পুষ্পিতা আক্তার (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে।


১ ডিসেম্বর, শুক্রবার রাত ১০ টার দিকে ঘাটুরা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় পুষ্পিতা আক্তার মারা যান। লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


পুষ্পিতা আক্তার উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের মধ্যপাড়া এলাকার কাতার প্রবাসী কাঞ্চন মিয়ার মেয়ে। সে পদ্মফুল মহিলা মাদরাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল।


নিহতের চাচা আলফাজ উদ্দিন জানান, গত কয়েকদিন যাবত মাদরাসায় যাচ্ছিলো না পুষ্পিতা। তা নিয়ে মা-মেয়ের মধ্যে রাগ-অভিমান হয়। গতকালকে পুষ্পিতার মা আকলিমা বেগম মাদরাসায় যেতে বললে পুষ্পিতা যায়নি। তারপর পুষ্পিতা মায়ের সঙ্গে অভিমান করে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া ঘাটুরা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পুষ্পিতা মারা যায়।


সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছে। মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি।


বিবার্তা/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com