
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে রাজবাড়ী ১ ও ২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬ জন প্রার্থী। এদের মধ্যে রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গেয়ালন্দ) আসন থেকে ৯ জন ও রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসন থেকে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
৩০ নভেম্বর, বৃহস্পতিবার রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য কাজী কেরামত আলী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন রাজবাড়ী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস। সংসদ সদস্য প্রার্থী হতে গত ২৭ নভেম্বর তিনি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। এছাড়াও এ আসনে জাতীয় পার্টির প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, তৃণমূল বিএনপি মনোনীত দুজন প্রার্থী সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী ডি এম মজিবর রহমান ও সুলতান, জাকের পার্টির প্রার্থী মো. আবু বকর সিদ্দিক এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজবাড়ী সদরের মূলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আ. মান্নান মুসল্লী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকবর আলী মর্জির ছেলে আশিশ আকবর সুবির ও স্বপন কুমার সরকার নামে একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অপরদিকে, রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম মনোনয়নপত্র জমা দেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর কাছে।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। অন্যান্যদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান, তৃণমূল বিএনপির এস এম ফজলুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. আব্দুল মতিন মিয়া, জাকের পার্টির মোহাম্মদ আলী বিশ্বাস, মুক্তিজোটের মো. আব্দুল মালেক মণ্ডল মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান।
বিবার্তা/মিঠুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]