
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার সংসদীয় ৫টি আসনে মোট ৪০ জন মনোনয়নপত্র দাখিল করেছে।
প্রার্থীরা হলেন-
নরসিংদী-০১ (নরসিংদী সদর) আসনে বর্তমান এমপি লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক) (আওয়ামী লীগ), মোঃ কামরুজ্জামান কামরুল (স্বতন্ত্র), মোঃ ছবির মিয়া (তরিকত ফেডারেশন), মোঃ আওলাদ হোসেন মোল্লা (জাকের পার্টি), মোঃ ওমর ফারুক (জাতীয় পার্টি), শাহজাহান মিয়া (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মোঃ জাকারিয়া (স্বতন্ত্র), মোঃ আক্তারুজ্জামান (স্বতন্ত্র), জলিল সরকার (তৃণমূল বিএনপি), ইকবাল হোসেন ভূঁইয়া (কংগ্রেস)।
নরসিংদী-০২ (পলাশ) আসনে বর্তমান এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ (আওয়ামী লীগ), কামরুল আশরাফ খান পোটন (স্বতন্ত্র), আলতামাশ কবির, দৈনিক সংবাদ সম্পাদক (স্বতন্ত্র), জায়েদুল কবির (জাসদ ইনু), এ এন এম রফিকুল আলম সেলিম (জাতীয় পার্টি), আফরোজা সুলতানা (স্বতন্ত্র), মাসুম বিল্লাহ (স্বতন্ত্র)।
নরসিংদী-০৩ (শিবপুর) আসনে ফজলে রাব্বি খান (আওয়ামী লীগ), সিরাজুল ইসলাম মোল্লা (স্বতন্ত্র), এসএম জাহাঙ্গীর পাঠান (জাতীয় পার্টি), মিরানা জাফরিন চৌধুরী (বাংলাদেশ সুপ্রিম পার্টি), শ্রী সুশান্ত চন্দ্র বর্মন (তৃণমূল বিএনপি), মোহাম্মদ নুরুজ্জামান (ইসলামী ঐক্যজোট), মাসুম মৃধা (স্বতন্ত্র), ফেরদৌসী ইসলাম (স্বতন্ত্র)।
নরসিংদী-০৪ (মনোহরদী ও বেলাব) ; বর্তমান এমপি ও শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (আওয়ামী লীগ), এমদাদুল হক দুলন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), মোঃ কামাল হোসেন (জাতীয় পার্টি), হারুন অর রশিদ (বাংলাদেশ কংগ্রেস), মাহফুজুর রহমান (গণফোরাম), ফয়সাল মিয়া (জাকের পার্টি)।
নরসিংদী-০৫ (রায়পুরা উপজেলা) আসনে বর্তমান এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু (আওয়ামী লীগ), মিজানুর রহমান চৌধুরী (স্বতন্ত্র), ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম (জাতীয় পার্টি), নাজমুল হক শিকদার (গণফ্রন্ট), মমতাজ মহল (বাংলাদেশ কংগ্রেস), মুফতি আব্দুল কাদের মোল্লা (ইসলামি ঐক্যজোট), বিজয় রহমান বিল্লাল (জাকের পার্টি), মাহফুজর রহমান (জাসদ), মোঃ বিটু মিয়া (বিএনএফ), সোলাইমান খন্দকার (স্বতন্ত্র)।
উল্লেখ্য, তফশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৩। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর ২০২৩। নির্বাচনি প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর ২০২৩ থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ ৭ জানুয়ারি ২০২৪, রবিবার।
বিবার্তা/কামাল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]