
নরসিংদীতে আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী বিদ্রোহী। ৩০ নভেম্বর, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এমন চিত্রই দেখা গেছে।
নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী করার মতো শক্তিশালী কোনো প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে দেখা যায়নি। যারা জমা দিয়েছেন, তাদের অধিকাংশরাই নাম সর্বস্ব।
মানুষের মুখে মুখে যে উচ্চারণটা শোনা যাচ্ছে তা হলো- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর বিপরীতে মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছেন আওয়ামী স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীগণ।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মোট ৪৬ জন মনোনয়নপত্র ক্রয় করেছেন। অর্থাৎ নরসিংদীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপরীতে লড়াই করার মত বিএনপি বা জামায়াতে ইসলামের কোনো প্রার্থী না থাকায় মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে।
নরসিংদীর ৫টি সংসদীয় আসনের মধ্যে নরসিংদী-১ সদর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম। তার বিপরীতে একই দলের স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নরসিংদী পৌরসভার সাবেক মেয়র মো. কামরুজ্জামান। নরসিংদী-২ পলাশ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। তার বিপরীতে বিদ্রোহী প্রার্থী হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য এবং দৈনিক সংবাদ পত্রিকার সম্পাদক আলতামাশ কবির। নরসিংদী-৩ শিবপুর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ফজলে রাব্বি খান। তার বিপরীতে একই দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা।
নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তার বিপরীতে বিদ্রোহী প্রার্থী হিসেবে জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য এবং মনোহরদী উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান বীরু। নরসিংদী-৫ রায়পুরা আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজু। তার বিপরীতে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।
বিবার্তা/কামাল/রোমেল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]