
নরসিংদী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী নাজমুল ইসলাম ও সম্পাদক নজরুল ইসলাম রিপন। বুধবার (২৯ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে নরসিংদী জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। তার দুজনই বর্তমান কমিটির সভাপতি ও সম্পাদক।
এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি এড. মো. আলমগীর হোসেন (বিনাপ্রতিদ্বন্দ্বীতায়), সহ-সাধারণ এড. মো. আতিকুর রহমান (দোলন), কোষাধ্যক্ষ এড. মোহাম্মদ আহমুদুল হক (নয়ন), লাইব্রেরী সম্পাদক সঞ্জয় দেবনাথ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আবুল কালাম আজাদ (বিনাপ্রতিদ্বন্দ্বীতায়) এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন এড. আমজাদ হোসেন টুটুল, কোরাইশ সরকার, ইমতিয়াজ এনাম ও মোস্তাফিজুর রহমান (রানা)।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী আবুল কালাম আজাদ। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র আইনজীবী মো. শাহজাহান।
বিবার্তা/কামাল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]