শিরোনাম
বাগেরহাটের
রামপালে বাসে আগুন দেয়ার ঘটনায় মামলা, আটক ১০
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ১৭:১৮
রামপালে বাসে আগুন দেয়ার ঘটনায় মামলা, আটক ১০
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের রামপালের খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় ১০ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।


মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯ টার দিকে বাগেরহাটের রামপালের খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা বাস স্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়ার ঘটনায় খুলনার রূপসা উপজেলার মো. সাইফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে নাশকতার মামলা করেন।


এরপর পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে ১০ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, রামপাল উপজেলার কাপাসডাঙ্গা এলাকার জব্বার গাজীর ছেলে মুজিবুর রহমান (৬৮), তালবুনিয়া মো. মোজাফফর শেখের ছেলে মো. ইব্রাহিম শেখ (৩০), শ্রীরম্ভা এলাকার মৃত কাওছার শেখ এর ছেলে মো. হেমায়েত শেখ(৪৫), শ্রীরম্ভা এলাকার ওসমান গনির ছেলে মো. মোস্তফা মুন্সি(৫৫), কুমলাই এলাকার শেখ শাহিনের ছেলে সাব্বির (২২), হোগলাডাংগা এলাকার হাবিবুর রহমান শেখের ছেলে মো. আল মিরান শেখ (২৩),সোনাতুনিয়া এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. তরিকুল ইসলাম শিমুল (৩০),কাপাসডাঙ্গা এলাকার মৃত গোলাম মোস্তফা শেখ ছেলে মো. এসকেন্দার শেখ (৩৮), ধলদাহ এলাকার মৃত হাতেম আলি মোড়লের ছেলে মো. মাহাতাব মোড়ল (৬৫), সন্তোষপুর এলাকার আ. মজিদ শেখ এর ছেলে মো. আব্দুল্লাহ শেখ (৩৭)।


রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, বাসে আগুন দেয়ার ঘটনায় মামলা হয়েছে। ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার রাতে বিএনপির ডাকা অবরোধের মধ্যে খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা বাস স্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।


বিবার্তা/জাহিদ/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com