
গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় একটি মার্কেটে লাগা আগুন ফায়ার সার্ভিসের চার ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (২৯ নভেম্বর) রাত ১১টার দিকে পূবাইল রেলস্টেশন এলাকায় দেওয়ান মার্কেটে আগুনের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ একটি দোকানের উপর দিয়ে ধোঁয়া দেখতে পান তারা। পরে কিছুক্ষণের মধ্যেই ধোঁয়া থেকে সৃষ্ট আগুনের তীব্রতা বাড়তে থাকে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং পাশাপাশি আগুনের ফায়ার সার্ভিসে খবর দেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম বলেন, বুধবার রাতে পূবাইলের একটি মার্কেটে আগুনের সংবাদ পাই। পরে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় গাজীপুর সদর ফায়ার স্টেশনের আরও দুটিসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। এ ঘটনায় এখনো ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে দায়িত্বরত স্টেশন অফিসার রাশিদ উদ্দিন খালিদ জানান, গাজীপুরের পুবাইলে একটি মার্কেটে রাত ১১টার দিকে লাগা আগুন রাত ১২টা ৪১ মিনিটে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]