শিরোনাম
রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ১৮:৪৮
রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।


২৮ নভেম্বর, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন।


নগরভবন থেকে গ্রেটার রোড, বর্ণালীর মোড়, রাজীব চত্বর, ঐতিহ্যচত্ত্বর, বিভাগীয় গণগ্রন্থাগার, মেডিকেল জরুরী গেট, লক্ষ্মীপুর মোড়, সিএন্ডবি মোড়, ফায়ার সার্ভিস মোড়, সোনাদিঘী মোড়, গণকপাড়া মোড় পর্যন্ত রাস্তা ফুটপাতে গড়ে ওঠা সকল প্রকার অবৈধ স্থাপনা নির্মাণকারীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়। অভিযানে গণগ্রস্থাগার ও মেডিকেল জরুরী গেটের সামনে প্রায় ৩০টা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।


উল্লেখ্য, অভিযানে জব্দকৃত ১টি জেনারেটর নগর ভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়েছে।


এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/মোস্তাফিজুর/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com