
ফরিদপুরের আলিপুরে ট্রেনে কাটা পড়ে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। ২৮ নভেম্বর, মঙ্গলবার দুপুর পৌনে দু’টার দিকে ফরিদপুর রেল স্টেশনের কাছে আলিপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর রেল স্টেশন মাস্টার তাকদির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ফরিদপুরে ভাঙ্গা যাচ্ছিল। দুপুর পৌনে দু’টার দিকে ট্রেনটি যাওয়ার সময় রেল লাইনের পাশ দিয়ে হেটে যাওয়া অবস্থায় আলিপুর বাদামতলী এলাকায় ফেরিওয়ালার ধাক্কা লাগে। এসময় লোকটি ট্রেনে কাটা পড়ে মারা যায়। নিহত অজ্ঞাত (৪৫) ব্যক্তি ছোট বাচ্চাদের কাপড় বিক্রেতা ছিল।
ফরিদপুর রেল স্টেশন মাস্টার তাকদির হোসেন জানান, নিহতের পরিচয় এখনও জানা যায়নি। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। তারা গিয়ে পরবর্তী আনইগত ব্যবস্থা গ্রহণ করবেন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]