শিরোনাম
বিভাগীয় প্রধানদের সাথে রাসিক মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ২২:৫৩
বিভাগীয় প্রধানদের সাথে রাসিক মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী মহানগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সিটির বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।


২৬ নভেম্বর, রবিবার সন্ধ্যায় নগরভবনে মেয়রের দপ্তর কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা সহ নগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন রাসিক মেয়র।


সভায় ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, সিটি কর্পোরেশনের সচিব মো. মোবারক হোসেন, এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার,বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মো. মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/মোস্তাফিজুর/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com