শিরোনাম
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে নৌকার মাঝি হলেন যারা
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১৯:৩০
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে নৌকার মাঝি হলেন যারা
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ৫২জন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন ৫ জন।


২৬ নভেম্বর, রবিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ঢাকা বঙ্গবন্ধু এভিনিউ-এ থেকে একযোগে সারাদেশের ৩০০ আসনের মনোনয়ন প্রাপ্তদের তালিকা ঘোষণা করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


এ সময় তাঁর ঘোষণা থেকে প্রাপ্ত তথ্যে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা তারা হলেন ২৯, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফরুজা বারী, ৩০, গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর) জাতীয় সংসদের হুইপ বর্তমান সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি, ৩১, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বর্তমান সাংসদ সদস্য এড. উম্মে কুলসুম স্মৃতি, ৩২, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ৩৩, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।


এ ঘোষণার খবর ছড়িয়ে পড়লে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মী-সমর্থকদের মাঝে আনন্দ-উৎসবের আমেজ বিরাজ করছে।


বিবার্তা/আ.খালেক/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com