শিরোনাম
পঞ্চগড়ে দুই আসনে নৌকার মাঝি মুক্তা ও সুজন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১৯:০৬
পঞ্চগড়ে দুই আসনে নৌকার মাঝি মুক্তা ও সুজন
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের দুইটি আসনের মধ্যে অবশেষে পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান মুক্তা এবং পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে।


২৬ নভেম্বর, রবিবার বিকেলে কেন্দ্রীয়ভাবে মনোনীত প্রার্থী ঘোষণার সাথে সাথেই কর্মী ও সমর্থকরা শহরে আনন্দ মিছিল বের করে।


এদিকে বিকাল ৫টার পর থেকে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থক নেতাকর্মীরা পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়ক অবরোধ করে রাখেন।


নেতাকর্মীরা সড়কে শুয়ে পড়েন এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের মনোনয়নের দাবিতে স্লোগান দিতে থাকেন।


এ সময় মহাসড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পরে। দুর্ভোগ দেখা দেয় যানবাহনসহ পথচারীরা। তবে অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে দেখা গেছে।


বিবার্তা/গোফরান/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com