শিরোনাম
চিলমারীতে এইচএসসি পরীক্ষায় মেয়েরা এগিয়ে
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১৬:৩০
চিলমারীতে এইচএসসি পরীক্ষায় মেয়েরা এগিয়ে
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের চিলমারীতে এবারো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরিক্ষায় চিলমারী সরকারি কলেজের ছেলেদের পেছন ফেলে এগিয়ে গেছে গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজ। এরপর স্থান করে নিয়েছে চিলমারী মহিলা কলেজ।


বরাবরই চিলমারী সরকারি কলেজে প্রত্যাশিত ফলাফল থাকে না। পাঠদান নিয়মিত না হওয়া এবং ছাত্রদের উপস্থিতির হার কম থাকাকে প্রধান কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। প্রতিবছর অন্য প্রতিষ্ঠানের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েন এই প্রতিষ্ঠানটি। পাশাপাশি চিলমারী মহিলা ডিগ্রী কলেজ কিছুটা ভালো ফলাফল করলেও তুলনামূলকভাবে গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের থেকে অনেকাংশে পেছনেই অবস্থান।


২৬ নভেম্বর, সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে চিলমারীতে সর্বমোট জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন। এর মধ্যে গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজে ১১ জন, চিলমারী মহিলা ডিগ্রী কলেজে ২ জন ও সর্বনিম্ন অবস্থানে চিলমারী সরকারি কলেজে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।


গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন জানান, পিছিয়ে পড়া চিলমারী উপজেলা থেকে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীরা বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়। যারা চিলমারীতে পড়াশোনার জন্য আমাদের কলেজে ভর্তি হয় তাদের ফলাফল ভালো করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আগামীতে আরও ভালো করব ইনশাআল্লাহ।


বিবার্তা/রাফি/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com