
পুঠিয়া উপজেলার পোল্লা পুকুর ব্রিজের পাশে রাস্তায় ইট ভেঙ্গে গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করে অবরোধ সমর্থকরা।
২৬ নভেম্বর, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বানেশ্বর থেকে পুঠিয়া থানা পুলিশ এসে দুজনকে ঘটনাস্থল থেকে আটক করে। বাকিরা দৌড়ে পালিয়ে যায়৷
আটককৃত ব্যক্তিরা হলেন, রাজশাহীর দুর্গাপুর উপজেলার শ্যামপুর গ্রামের বজলুর ছেলে ফাহিম (২০), নয়াপাড়া গ্রামের ইনছের এর ছেলে আলামিন (১৯)৷
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, রাস্তায় গাড়ি চলছিল৷ অবরোধের সমর্থনে রাস্তায় ইট ভাংগা ভাঙ্গি করে গাড়ি চলাচলে বাধার সৃষ্টি করছিল। এসময় দুজনকে আটক করা হয়েছে। বাকিরা দৌড়ে পালিয়ে গেছে। মামলার প্রস্তুতি চলছে।
বিবার্তা/সোহানুর/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]