
দিনাজপুরের খানসামা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ শাহ আব্বাস আরেফিন কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
২৫ নভেম্বর, শনিবার দুপুরে তাকে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের জমিরশাহ পাড়া ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন, জেলা পরিষদের সদস্য শাহরিয়ার জামান শাহ নিপুণ সহ স্থানীয় ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধাগণ।
বীর মুক্তিযোদ্ধার পরিবার ও স্বজনরা জানায়, গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শাহ আব্বাস আরেফিন গোয়ালডিহি ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
বিবার্তা/জামান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]