
‘মানুষ তত্ত্ব যার সত্য হয় মনে, সে কি অন্য তত্ত্ব মানে’ লালন সাঁইজির এই বাণীকে প্রতিপাদ্য করে বাউল শিল্পী ফকির শফি মণ্ডলের খেলাফত দিবসের একবছর পূর্তিতে তার আখড়াবাড়িতে সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর, শনিবার সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গ্রামের আখড়াবাড়িতে দুই দিনব্যাপী এই সাধুসঙ্গ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১২ নভেম্বর, রবিবার দুপুরে পূর্ণসেবা গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় এ সাধুসঙ্গ। এ উপলক্ষ্যে শফি মণ্ডলের আখড়াবাড়িতে সমাগম ঘটে হাজারও সাধু, গুরু, বাউল ও লালন অনুসারীদের। অনুষ্ঠানে গভীর রাত পর্যন্ত খ্যাতিমান বাউল শিল্পীরা পরিবেশন করেন লালন সঙ্গীত।
আগত সাধুদের স্বাগত জানিয়ে ফকির শফি মণ্ডল বলেন, ‘আমি যে পথ দিয়ে হাঁটছি সেই পথেই সাধুদের চরণের ধুলি পাচ্ছি- এটা আমার জন্য অনেক পূণ্যের’।
শফি মণ্ডলের বড় মেয়ে ফারজানা ববি লিনা বলেন, ‘সংসার ধর্ম ত্যাগ করে ত্যাগী জীবনযাপন করছেন আমার বাবা। আমি তার মেয়ে হিসেবে নিজেকে ধন্য মনে করি।’
প্রসঙ্গত, সাদা কাফনের কয়েক টুকরো কাপড় পরে ওস্তাদ শফি মন্ডল ও তার স্ত্রী জরিনা খাতুন এক বছর আগে এই দিন খেলাফত নেন।
বিবার্তা/এলএ/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]