
টাঙ্গাইলের কালিহাতীতে লৌহজং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুটি বাল্কহেডের মালামাল জব্দ করা হয়েছে।
১০ অক্টোবর, মঙ্গলবার বিকালে উপজেলার ভাবলা (খালেপাইরা) নামক স্থানে লৌহজং নদীতে অভিযান পরিচালনা করে দুইটি বাল্কহেডের মালামাল জব্দ করেন উপজেলা সহকারি কর্মকর্তা (ভূমি) সিফাত বিন সাদেক।
তিনি জানান, কালিহাতী উপজেলার ভাবলা নামক স্থানে লৌহজং নদী থেকে দীর্ঘদিন যাবৎ বাল্কহেড দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। এমন খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও'র) নির্দেশে অভিযান পরিচালনা করা হয়।
এসময় বাল্কহেডে কোন লোকজন না থাকায় দুইটি বাল্কহেডের মালামাল বিনষ্ট করা সহ ব্যাটারী জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, লৌহজং নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কাজের জন্য বালু দেওয়ার কথা বলে তারা রাতের আঁধারে লৌহজং নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। পরে সুযোগমত প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে ওই উত্তোলনকৃত বালু বাহিরে বিক্রি করে দিচ্ছে।
তারা আরও জানায় অবৈধভাবে বালু উত্তোলন করায় লৌহজং নদীর দু-পাশের বাড়ি-ঘর, ফসলি জমি নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে।
এবিষয়ে কালিহাতী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহাদাত হুসাইন জানান, ভবিষ্যতে এধরণের অবৈধ বালু ঘাট চালানোর চেষ্ঠা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে ।
বিবার্তা/ইমরুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]