ব্রাহ্মণবা‌ড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ১৪:৫৪
ব্রাহ্মণবা‌ড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের পুনিয়াউট এলাকায় জেলাপ্রশাসন ব্রাহ্মণবাড়িয়া এর সহযোগিতায় ২ অক্টোবর শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


ব্রাহ্মণবা‌ড়িয়ায় প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৩টি পরিবহনকে ৩ টি মামলায় ৩,০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং গাড়িগুলো থেকে হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়। একইসা‌থে প্রায় ৪০ টি বাস, ট্রাক, অ‌টো‌তে শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত স্টিকার সে‌টে দেয়া হয়।


প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট এর দায়িত্ব পালন করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। এছাড়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জোবায়ের হোসেন ও অন্যান্য কর্মচারী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।


পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জোবায়ের হোসেন বলেন, এরূপ কার্যক্রম প‌রি‌বেশ অধিদপ্তর ব্রাহ্মণবা‌ড়িয়া জেলা কার্যালয় কর্তৃক অব্যাহত থাকবে।


বিবার্তা/নিয়ামুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com