
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক দক্ষিণ কলাবাধা এলাকায় আমির হামজা (৪০) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
১ অক্টোবর, রবিবার সকালে উপজেলার মৌচাক দক্ষিণ কলাবাধা এলাকার থেকে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করেন।
নিহত আমির হামজা উপজেলার মৌচাক দক্ষিণ কলাবাধা এলাকার সোহরাব বয়াতীর ছেলে। তিনি পাড়া-মহল্লায় গানবাজনা করতেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আমির হামজা পাড়া-মহল্লায় গানবাজনা করতেন এবং ঘরভাড়া দিয়ে নিজের সংসার চালাতেন। কয়েকদিন আগে তার স্ত্রী ও তিন সন্তান নানার বাড়ি টাঙ্গাইলে বেড়াতে গিয়েছেন। তাই তিনি বাড়িতে একাই অবস্থান করছিলেন।
গতকাল শনিবার রাতে একাই নিজ ঘরে অবস্থান করছিলেন। রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে কাপড় দিয়ে তার মুখ বেঁধে গলা কেটে হত্যা করে। মাঝরাতে পাশের ঘরের ভাড়াটিয়া তার ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ঘরে গিয়ে দেখেন বিছানার উপরে উলঙ্গ অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ রবিবার সকালে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাড়ির পরিদর্শক (আইসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা অথবা মাদক সেবন নিয়ে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/তুহিন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]