
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে শাহিনুর আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
১ অক্টোবর, রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিনুর আক্তার পাবনা জেলার চাটমোহর থানার মস্তালিপুর এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরো জানান, জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে বিকেল সাড়ে ৩টার দিকে পাবনা যাওয়ার উদ্দেশে দাঁড়িয়েছিলেন শাহিনুর। এসময় স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জগামী লোকাল ট্রেন ছেড়ে দিলে দৌড়ে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়েন যায় ওই নারী। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। নিহতের স্বজনেরা এসেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বিবার্তা/তুহিন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]