
মধ্যরাতে কোটচাঁদপুর পৌর এলাকার গাবতলা পাড়ার একটি ভাড়া বাড়িতে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ইসরাফিল (৪৫) ইসরাইল (৩৮) ও আব্দুল খালেক (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুনের নেতৃত্বে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ৩ জনের বাড়ি শহরের মেইন বাসস্ট্যান্ডে সংলগ্ন বনবিভাগ পাড়ায়। তারা ৩ জনই পেশায় রিকশা চালক। এজাহারে বলা হয় মেইন বাসস্ট্যান্ডের চা দোকানি রেহেনার ভাড়া বাড়িতে আশ্রিতা হিসাবে থাকতো ধর্ষণের শিকার এ যুবতী। গত মঙ্গলবার রাতে চা ব্যবসায়ী রেহেনা দোকানে থাকার সুযোগে তার স্বামী ইসরাফিল ও অপর দু’সহযোগী ইসমাইল ও আব্দুল খালেক এ যুবতীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
পরবর্তীতে সে বিষয়টি রেহেনাকে বললে, তারা থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ করে। তাদের অভিযোগের প্রেক্ষিতে ২৭ সেপ্টেম্বর কোটচাঁদপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পরে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে ৩ ধর্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিবার্তা/রায়হান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]