শিরোনাম
ঝিনাইদহে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৭
ঝিনাইদহে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের শৈলকূপায় ইমদাদুল মণ্ডল (৪১) নামের এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)।


২৪ সেপ্টেম্বর, রবিবার রাতে উপজেলার চরধলহরা গ্রামের বরিয়া প্রাইমারি স্কুলের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইসতিয়াক হোসেন। ইমদাদুল উপজেলার চরধলহরা গ্রামের দিলবার মণ্ডলের ছেলে।


কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইসতিয়াক হোসেন ২৫ সেপ্টেম্বর, সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘ দিন ধরে অস্ত্রের ব্যবসাসহ সন্ত্রাসী কার্যকালাপ চালিয়ে আসছে এমন অভিযোগের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে ইমাদুলকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক আসামির হেফাজত থেকে একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করা হয়। পরে তাকে অস্ত্র আইনের মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।


তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে আগ্নেয়াস্ত্র প্রদর্শনপূর্বক এলাকায় বিভিন্ন মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত।


বিবার্তা/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com