
কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোন মাদক বিরোধী অভিযান করে ৫৩ হাজার পিস ইয়াবা, ৭০০ গ্রাম হিরোইন (সম্ভাব্য), ৩টি পিস্তল, ১টি রিভলবার এবং ১৪১ রাউণ্ড গুলি উদ্ধার করেছে।
২৪ সেপ্টেম্বর, রবিবার দিবাগত রাত সাড়ে ৯টা দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পশ্চিম গোদারবিল গ্রামের সাজেদ এর ভাড়া করা বসতঘরে অভিযান চালিয়ে উক্ত মাদক,অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পালাতক আসামি হলেন, আবু সৈয়দের ছেলে আবদুল্লাহ (২৮), হোছন আহম্মদের ছেলে কাদের (৩৫), ইমাম হোসেনের ছেলে সাহেদ প্রকাশ সাজেদ (২৪), ইমাম হোসেনের ছেলে শাহ আলম (২০), হোছন আহম্মদের ছেলে সাদ্দাম (২৮), বশির আহম্মদের ছেলে আনোয়ার (৩৫), কালা মিয়ার ছেলে মো. কাসিম।
মো. সিরাজুল মোস্তফা আরও জানান, আসামিরা মূলত মাদক ব্যবসায়ী। টেকনাফে মাদক মজুদ ও সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সিন্ডিকেট ভিত্তিক আধিপত্য বিস্তারের কৌশল হিসেবে অস্ত্র ও গোলাবারুদ মজুদ করছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মাদক ও অস্ত্র ব্যবসায় জড়িত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় এবং আগ্নেয়াস্ত্র আইনে সংশ্লিষ্ট থানায় ২টি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়া চলমান বলে জানান।
বিবার্তা/পুণ্য বর্ধন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]