
কুষ্টিয়ার কুমারখালীতে র্যাবের অভিযানে মাদক মামলার ২বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আসাদুল ইসলাম ওরফে আবির ওরফে খাটামামু (৩০) গ্রেফতার হয়েছে।
২৪ সেপ্টেম্বর, রবিবার রাত ৮.১০টায় উপজেলার পান্টি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে কুমারখালী উপজেলার ছেউড়িয়া কারিগরপাড়ার লুৎফর রহমানের ছেলে।
র্যাব সূত্র জানায়, র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি মো. উসমান গণি’র নেতৃত্বে র্যাবের অভিযানিক দল কুমারখালী উপজেলার পান্টি বাজার এলাকায় অভিযান চালায়। এসময় কুমারখালী থানায় দায়ের করা মাদক মামলার (জিআর-২৪/১৯) ২ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের পলাতক আসামি আসাদুল ইসলাম ওরফে আবির ওরফে খাটামামুকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমারখালী থানায় সোপর্দ করেছে র্যাব।
বিবার্তা/শরীফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]