
রাজধানীর মিন্টু রোডে জ্বালানি মন্ত্রণালয়ের গাড়ির ধাক্কায় একরামুল রাব্বি (২৭) এবং হেলাল উদ্দিন (২৮) নামে মোটরসাইকেলের ২ আরোহী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
২৪ সেপ্টেম্বর, রবিবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে জ্বালানি মন্ত্রণালয়ের গাড়ি চালকই নিয়ে আসেন। ঢাকা মেডিকেলে তাদের জরুরী বিভাগ চিকিৎসা চলছে।
রাব্বি ডেমরা কোনাপাড়ার তমিজ উদ্দিনের ছেলে এবং হেলাল উদ্দিন আব্দুল করিমের ছেলে। তারা দুজনেই ট্রান্সপোর্টের কর্মচারী বলে জানা গেছে।
আহত হেলাল জানান, তাদের অফিস থেকে ডেমরার বাসায় ফেরার পথে মিন্টু রোডে কালো রঙের একটি প্রাইভেট কার তাদেরকে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে একরামুল রাব্বি ডান পায়ের হাড় ভেঙে যায় ও হেলাল উদ্দিন পায়ে এবং হাতে আঘাত পায়।
ঢামেক জরুরী বিভাগের অর্থপেডিক চিকিৎসক জানান, তার ডান পায়ের হাড় ভেঙেছে যতটুক সম্ভব তাকে পঙ্গুতে চিকিৎসার জন্য রেফার করা হবে।
তিনি আরো বলেন, জ্বালানি মন্ত্রণালয়ের ওই গাড়ির কয়েকজন আরোহী আমাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]