
বৃষ্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেও নিউমার্কেট ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় জলাবদ্ধতা নিরসন করতে না পারায় ৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
২৪ সেপ্টেম্বর, রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।
নোটিশ পাওয়া চার কর্মকর্তা-কর্মচারী হলেন- ডিএনসিসির সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আসগর, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া, পরিছন্নতা পরিদর্শক মোহাম্মদ আবদুন নুর ও পরিছন্নতা পরিদর্শক মোহাম্মদ সোহেল।
নোটিশে বলা হয়, ওই চার কর্মকর্তা-কর্মচারী নিজ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং তদারকিতে গাফিলতি করেছেন। তাই তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত হওয়া বৃষ্টিতে রাজধানী বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা পরও পানি না নামায় ক্ষোভপ্রকাশ করেন এসব এলাকার বাসিন্দা ও ভুক্তভোগীরা।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]