
২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে নিজেস্ব পুকুরে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হৃদয় মোংলা পৌর শহরের ৯ নং ওয়ার্ডের মহারাজ হাওলাদারের ছেলে।
নিহতের স্ত্রী জানান, দুপুরে খেপলা জাল দিয়ে পুকুরে মাছ ধরার জন্য রওনা হন হৃদয়। হঠাৎ তার কোন সারা শব্দ না পেয়ে পুকুর পারে গিয়ে দেখি মাথা পানির নিচে এবং পা ঘাটের উপরের দিকে থাকা অবস্থায় পড়ে আছে। এরপর আমি চিৎকার দিলে বাড়িতে থাকা লোক-জনেরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মোংলা উপজেলা সাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, নিহত হৃদয়ের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
মোংলা থানার ওসি তদন্ত বিধান কুমার বিশ্বাস জানান ঘটনা শোনার সাথে সাথে সস্ক্রিয় ফোর্স সহ আমি নিজেই ঘটনা স্থল পরিদর্শন করেছি। পুকুরের ঘাটটি অত্যান্ত পিচ্ছিল হওয়ায় পা পিছলে গিয়ে মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
বিবার্তা/জাহিদ/পুলক/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]