রাত পোহালেই ঢাকা-১৭ আসনে ভোট
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ২৩:৫৪
রাত পোহালেই ঢাকা-১৭ আসনে ভোট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাত পোহালেই ঢাকা-১৭ আসনের উপনির্বাচন। সোমবার এই উপনির্বাচনে ভোট নেওয়া হবে ব্যালট পেপারে। ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সিসিটিভির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হবে।


এ উপলক্ষে নির্বাচন কমিশন সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছে। সংসদের শেষ মেয়াদে এ উপনির্বাচন নিয়ে নানা গুঞ্জন চলছে। দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে না।


এদিকে এই উপনির্বাচনের পাশাপাশি এদিন দেশের বেশ কয়েকটি এলাকায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন হবে। ঢাকার অন্যতম অভিজাত ও ব্যস্ত এই নির্বাচনী এলাকায় সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


এ ছাড়া শনিবার মধ্যরাত থেকে সেখানে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রবিবার মধ্যরাত থেকে নিষিদ্ধ থাকছে বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেটকার, ইজিবাইক চলাচল।


ঢাকা-১৭ আসনের নির্বাচনের বিষয়ে কোনো চ্যালেঞ্জ নেই দাবি করে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, আশা করি সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন হবে।


ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।


প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আটজন। তাদের মধ্যে দলীয় প্রার্থী হলেন আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আকবর হোসেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (হিরো আলম) এবং তারিকুল ইসলাম।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com