
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে র্যাবের অভিযানে ৪৭ বোতল ফেনসিডিলসহ হৃদয় হোসেন (১৯) নামে একজন মাদককারবারি আটক হয়েছে।
১৮ মে, শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাদককারবারি একই গ্রামের মুহুর সদ্দারের ছেলে।
র্যাব সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ৪৭ বোতল ফেনসিডিলসহ মাদককারবারি হৃদয় হোসেনকে আটক করে র্যাব।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটক হৃদয় জানায়, দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানায় মাদক ব্যবসা ও মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।
পরে উদ্ধার করা মাদকের মূল্য ১ লক্ষ ৪১ হাজার টাকা নির্ধারণ করে আটক মাদককারবারি হৃদয় হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]