
চুয়াডাঙ্গায় নকল স্যালাইন বিক্রয়, অতিরিক্ত মূল্যে সার বিক্রয় ও সারের ক্রয় বিক্রয় রসিদ সংরক্ষণ না করার অপরাধে দুটি প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৯ মে, রবিবার দুপুরে জেলার আলমডাংগা উপজেলার ভাংবাড়ীয় ও হাটবোয়ালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযান শেষে তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলার ভাংবাড়ীয়া এলাকায় মেসার্স মারিফুল স্টোরে তদারকিকালে এসএমসির ওরস্যালাইন এন এর নকল স্যালাইন বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রায় ১ কার্টুন (পাঁচশত প্যাকেট) নকল স্যালাইন জব্দ করা হয়।
এছাড়া অতিরিক্ত মূল্যে সার বিক্রয় ও সারের ক্রয় বিক্রয় রসিদ সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: মারুফুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪৫ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে মারুফুলের দেয়া তথ্যমতে নকল ওরস্যালাইন এর সাপ্লায়ার মেসার্স লিটন স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
প্রতিষ্ঠানটির মালিক মো: লিটনুজ্জামান প্রথমে নকল স্যালাইন বিক্রয়ের বিষয়টি অস্বীকার করেন। পরে তার বাড়ি ও গোডাউন তল্লাশি করতে চাইলে এক পর্যায়ে তিনি নকল স্যালাইন বিক্রয়ের বিষয়টি স্বীকার করেন।
পরে তার দেয়া তথ্যমতে তার বাড়ি থেকে ৬ কার্টুন (তিন হাজার প্যাকেট) নকল এসএমসির ওরস্যালাইন এন জব্দ করা হয়। নকল ভেজাল স্যালাইন বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: লিটনুজ্জামানকে ৪১ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ সময় প্রায় ৩৫০০ (তিন হাজার পাঁচশত) প্যাকেট নকল স্যালাইন জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
এ অভিযানে সার-কীটনাশক, মুদিদোকান, স্যালাইনসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় সবাইকে যথাযথভাবে আইন মেনে ব্যবসা পরিচালনার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সজল আহম্মেদ।
বিবার্তা/আসিম/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]