
মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় রাজধানীর মিরপুর ১৩ নম্বরে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষে সোহেল (৩৩) নামে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
৪ জুন, রবিবার সন্ধ্যার দফায় দফায় এ সংঘর্ষ হয়। তবে রাত ৯টায় এ প্রতিবেদন লেখার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কাফরুল থানার এসআই ফয়েজ জানান, আমরা আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করি। আমরা জানতে পেরেছি মিরপুর ১৩ নম্বরে তার হার্ডওয়ারের ব্যবসা রয়েছে। তার গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া থানার ডুমুরিয়া গ্রামের আবুল বাশারের ছেলে। বর্তমানে মিরপুর ১৩ নম্বরে একটি ভাড়া বাসায় থাকেন তিনি।
বিবার্তা/বুলবুল/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]