শিরোনাম
পাংশায় বৃদ্ধকে গুলির ঘটনায় যুবক গ্রেফতার
প্রকাশ : ০৪ জুন ২০২৩, ২১:২৪
পাংশায় বৃদ্ধকে গুলির ঘটনায় যুবক গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা থেকে মো. আশিক শেখ (১৮) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।


শনিবার ( ৩ জুন) রাতে আসামীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মোহন শেখের ছেলে।


একই উপজেলার সরিষা ইউনিয়নের বাজেয়ান্ত বাগলী গ্রামের ফজলে রাব্বী খসরু (৬০) কে গত ৩১ মে রাতে একদল মুখোশধারী সন্ত্রাসীরা গুলি করে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ৯টি গুলি লাগে।


পরে স্বজনেরা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এখনও তিনি চিকিৎসাধীন রয়েছে।


পাংশা মডেল থানা উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, ফজলে রাব্বী খসরু নামের এক ব্যক্তির দেয়া অভিযোগের প্রেক্ষিতে আসামী আশিক শেখকে গ্রেফতার করা হয়।


তিনি আরও বলেন, গত ৩১ মে রাতে ফজলে রাব্বী খসরু আম কুড়ানোর জন্য ঘর থেকে বের হলে ওৎ পেতে থাকা মুখোশ পরিহিত কয়েকজন তাকে মারধর করে। তিনি দুই মুখোশধারীকে ধরে ফেললে তারা তাকে গুলি করে।


আশিক শেখকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


বিবার্তা/মিঠুন/সউদ/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com