
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমি (বুদ্ধিজীবী) স্মৃতিসৌধের লেক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ জুন) বিকাল ৫টার দিকে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার বিকাল ৫টার দিকে খবর পেয়ে লেক থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুজনেরই আনুমানিক বয়স ৭ থেকে ৮ বছর হবে।
ওসি আরও বলেন, ধারণা করছি তারা গোসল করতে নেমেছিল। দুই শিশুর লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তাদের লাশ মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/সউদ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]