
বগুড়ায় ভিন্ন ভিন্ন স্থানে পানিতে ডুবে স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (২ জুন) দুপুরে জেলার নন্দীগ্রাম ও ধুনট উপজেলায় এ দু'জনের মৃত্যু হয়। মৃতরা হলেন ধুনট উপজেলার চরধুনট গ্রামের প্রত্যয় কুমার (১২)। সে একই গ্রামের শুকুমারের সন্তান এবং ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। অপরজন হলেন, নন্দীগ্রাম উপজেলার ফোকপাল গ্ৰামের কাজিমুদ্দিন।
জানা গেছে, দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে মারা যান কাজেমুদ্দিন। আর বাড়ির পাশে ইছামতি নদীতে গোসলে নেমে মারা যায় প্রত্যয় কুমার।
এসব তথ্য নিশ্চিত করেছেন ধুনট থানার ওসি মো. রবিউল ইসলাম ও নন্দীগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাঈদুল ইসলাম।
বিবার্তা/রাহেনুর/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]