তারাকান্দায় ১৪৪ ধারা জারি
প্রকাশ : ০২ জুন ২০২৩, ১৬:১৮
তারাকান্দায় ১৪৪ ধারা জারি
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ২ জুন থেকে ৫ জুন পর্যন্ত তিন দিন ধরে ১৪৪ ধারা থাকবে।


২ জুন, শুক্রবার সকালে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিরাজে রহমত সেখানে ১৪৪ ধারা জারি করেন।


তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুল হকের সমর্থক এবং বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান বকুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দশ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আছেন। এই ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে। তবে এই ১৪৪ ধারা তারাকান্দা উপজেলা সদর বাজার এলাকায় বলবৎ থাকবে।


তিনি আরও জানান, ১৪৪ ধারা জারির কারণে উপজেলার সদরের বাজার এলাকায় কোনোরকম মিছিল-মিটিং, সভা-সমাবেশ করা যাবে না।


বিবার্তা/সউদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com