
চট্টগ্রাম মীরসরাইয়ে মালবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মিনহাজ উদ্দিন (২৬) নামে বাস সহকারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও পাঁচজন যাত্রী।
শুক্রবার (০২ জুন) ভোরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহাজ কক্সবাজারের পেকুয়া উপজেলার শীলখালী সবুজপাড়া এলাকার সৈয়দ নূরের ছেলে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, মালবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারায় সৌদিয়া পরিবহন । এসময় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে বাসচালকের সহকারীর মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মাহফুজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবং ট্রাক ও বাস জব্দ করা হয়েছে।
বিবার্তা/জাহেদ/সউদ/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]