শিরোনাম
বগুড়ায় সড়ক দুঘর্টনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ : ০১ জুন ২০২৩, ১৫:৪০
বগুড়ায় সড়ক দুঘর্টনায় মোটরসাইকেল আরোহী নিহত
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় মো. আফরোজ শাহিদ রাজিন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে রনি রহমান নামে অপর একজন।


বৃহস্পতিবার ( ১ জুন ) সকাল ৯টায় উপজেলার সাজাপুর আধারঘাট নামক স্থানে বগুড়া-ঢাকা মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।


আহত রনিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।


নিহত রাজিন বগুড়া সদরের রহমান নগর গ্রামের মৃত আশরাফুল আলমের ছেলে। তিনি সিএনজি স্টেশনের স্টাফ ছিলেন।


ঘটনার বিষয়ে নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. ফরিদুজ্জামান বলেন, আফরোজ সকালে সাজাপুর আধারঘাট নামকস্থানে অজ্ঞাত টিআর বাসের ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বাসটি আটক করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। এ ব‍্যপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/ রাহেনুর/ সউদ/ মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com