শিরোনাম
১৩ বছর পর সবুর হত্যা মামলার রায় : মৃত্যুদণ্ড ২, যাবজ্জীবন ১
প্রকাশ : ৩১ মে ২০২৩, ১৯:০৯
১৩ বছর পর সবুর হত্যা মামলার রায় : মৃত্যুদণ্ড ২, যাবজ্জীবন ১
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+


চট্টগ্রামের কর্ণফুলীতে ১৩ বছর আগে মো. সবুর নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার আদেশে দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ও ৪ জনের বেকসুর খালাস দিয়েছেন আদালত।


৩১ মে, বুধবার দুপুরে চট্টগ্রামের ২য় অতিরিক্ত মহানগর ও দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।


রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. সিরাজুল মোস্তফা মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।


মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন- মো. জাবেদ ও হাবিজ আহমেদ এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি মো. মিন্টু মিয়া। এছাড়াও ওই মামলায় খালাস প্রাপ্তরা হলেন-হোসনে আরা, তারা বানু, পেয়ার আহমেদ এবং নুরুল আলম মেম্বার।


মামলার নথি থেকে জানা যায়, ‘২০১০ সালের ৫ নভেম্বর মামলার বাদি খোয়াজনগরের দখলীয় জমিতে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবৈধভাবে জমি দখলের চেষ্টা করে। এ সময় ভিকটিম মো. আবদুল সবুর ও আ. করিম তাদের বাধা দিলে আসামিরা ক্ষিপ্ত হয়ে আসামি মো. জাবেদ ছুরি দিয়ে বুকের বাম পাশে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে এবং আসামি হাবিজ আহমদ তার হাতে থাকা ছুরি দিয়ে নাভির বাম পাশের পেটে আঘাত করে। আরেক আসামি নুরুল আলম মেম্বার লোহার রড দিয়ে আঘাত করলে সবুর মাটিতে পড়ে যায়।


পরে মামলার বাদী সবুরের স্ত্রী খুরশিদা বেগম আর্তচিৎকার স্থানীয় লোকজন এগিয়ে এসে সবুরকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করে। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সবুরকে মৃত ঘোষণা করেন। পরে সবুরের স্ত্রী কর্ণফুলী থানায় মামলা দায়ের করে।


সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে প্রায় ১৩ বছর পর বুধবার দুজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন দিয়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪ জনকে খালাস দেয়া হয়। মামলা বিচার চলাকালীন সময়ে অপর আসামি ছবির আহমদ ও ফরিদ আহমদ মারা যান।


রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. সিরাজুল মোস্তফা মাহমুদ বলেন, এ মামলায় আদালত ১১ জনের সাক্ষী নিয়েছেন। এজাহারে মোট আসামি ছিল ১০ জন।


আইনজীবী আরও জানান, ২০১১ সালে এই মামলার তদন্ত কর্মকর্তা কর্ণফুলী থানার তৎকালীন এসআই উৎপল বড়ুয়া তদন্ত করে ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।


বিবার্তা/জাহেদ/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com