
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম পরিতোষ পাল (৭০)। তিনি উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
৩১ মে, বুধবার একই ইউনিয়নের বাইখির নামে এলাকায় বেলা পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বোয়ালমারী রেলস্টেশনের বুকিং অফিসার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, পরিতোষ পাল নামের ওই ব্যক্তি রেললাইন পার হওয়ার সময় ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনে কাটা পড়েন। তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন। সংবাদ পেয়ে বোয়ালমারী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। রাজবাড়ী থেকে আসা রেলওয়ে পুলিশ লাশ নিজেদের হেফাজতে নিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।
বিবার্তা/মিলু/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]