
নওগাঁর দেড় কেজি গাঁজাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাণীনগর থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় তাদেরকে গ্রেফতার করা হয়। এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত শ্যামল উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের ছায়ের আলীর ছেলে এবং শাহিন একই গ্রামের শমসের আলীর ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ উপজেলার পূর্ব বালুভরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় শ্যামল মৃধা ওরফে কালু (৩৭) ও শাহিনুর রহমান (৩০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের নিকট থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে শ্যামলের নামে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/সাহাজুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]