
ভোলার মনপুরায় হরিণের মাংসসহ মো. কালু (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ( ২৯ মে) দিনগত রাতে চরযতিন এলাকা থেকে ১৫ কেজি হরিণের মাংসসহ তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৩০ মে) মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ খবরটি নিশ্চিত করেন। আটককৃত কালু উপজেলার ঈশ্বরগঞ্জ ৭ নম্বর ওয়ার্ডের গেদু সদ্দারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানা পুলিশ সোমবার ( ২৯ মে) রাত দেড়টার দিকে চরযতিন ৪ নং ওয়ার্ডে ফায়ার সার্ভিসের উত্তর পাশে সদর রোড এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে হরিণের মাংসসহ মো. কালুকে গ্রেপ্তার করা হয়।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ মঙ্গলবার (৩০ মে) জানান, এই হরিণের মাংস বিক্রয়ের সঙ্গে আরও ৬ জন জড়িত রয়েছে। গ্রেফতার কালুকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক কালুকে ভোলার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিবার্তা/সউদ/এনএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]