
দিনাজপুরের খানসামা উপজেলায় দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচীর উপকারভোগীদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। তিনদিন ব্যাপী উপজেলার মোট ৪০জন উপকাভোগীদের এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানায় পল্লী উন্নয়ন বোর্ড।
সোমবার (২৯ মে) সকালে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে বিআরডিবি পল্লী ভবনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (গ্রেড-০১) আব্দুল গাফফার খান।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আক্তার, শস্য কর্মকর্তা বুলবুল ইসলাম সহ উপকারভোগীগণ।
বিবার্তা/জামান/সউদ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]