শিরোনাম
দৌলতপুরে জমি নিয়ে বিরোধ ; হত্যার দায়ে সৎভাইয়ের মৃত্যুদণ্ড
প্রকাশ : ২৯ মে ২০২৩, ২৩:২৫
দৌলতপুরে জমি নিয়ে বিরোধ ; হত্যার দায়ে সৎভাইয়ের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইকে কুপিয়ে হত্যার দায়ে মো. মিলন হোসেন (৩৭) নামে সৎভাইয়ের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।


আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমীন আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. মিলন হোসেন উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর কান্দিপাড়া গ্রামের নান্দু মণ্ডলের ছেলে। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।


আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১১ এপ্রিল সকালে জামালপুর কান্দিপাড়া গ্রামের নান্দু মণ্ডলের প্রথম স্ত্রীর ছেলে ফামিদ হোসেন (৪২) বাড়ির পাশ্ববর্তী চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এসময় পিছন থেকে তার সৎভাই মিলন হোসেন ধারালো অস্ত্র দিয়ে ফামিদ হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা আহত ফামিদকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা খাতুন পরদিন ১২ এপ্রিল দৌলতপুর থানায় আসামী মিলনসহ দুইজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।


মামলাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর মিলন হোসেনসহ দু’জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।


রাষ্ট্রপক্ষের কৌসুলি এড. অনুপ কুমার নন্দী জানান, পৈত্রিক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে সৎ ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে সৎভাই মিলন হোসেনকে মৃত্যুদণ্ড এবং অভিযোগ প্রমানিত না হওয়ায় অপর আসামী সোহেল রানাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।


বিবার্তা/শরীফুল/রোমেল/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com