
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান পালিত হয়েছে। ২৮ মে, রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান পালিত হয়।
এ উপলক্ষে রবিবার (২৮ মে) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিশুদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও বঙ্গবন্ধুর জীবনাদর্শের উপর কুইজ প্রতিযোগিতা হয়। এরপর, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, প্রভাষক আবু সাদেক, অধ্যাপক আব্দুর রাশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, আ‘লীগ নেতা বিপ্লব মজুমদার, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শফিকুল ইসলাম শফিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, সোহরাব হোসেন তালুকদার প্রমুখ।
বিবার্তা/রফিক/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]